বরিশাল প্রতিনিধি: বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশাল সদর উপজেলার আটহাজার ব্লকে বারি গম ৩৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৫ মার্চ) এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল এর সম্মানিত উপপরিচালক জনাব মোসাম্মৎ মরিয়ম। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল এর সম্মানিত অতিরিক্ত উপ পরিচালক জনাব মোঃ মুছা ইবনে সাঈদ এবং অত্র প্রকল্পের সম্মানিত মনিটরিং অফিসার জনাব মোঃ তৌহিদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব উত্তম ভৌমিক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ রাসেল-মনির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন এসএপিপিও জনাব মোঃ তানভীর রহমান সহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং শতাধিক কৃষক কৃষাণী।
অনুষ্ঠানে বক্তারা বারি গম ৩৩ এর উৎপাদন কৌশল, বিভিন্ন রোগবালাই এবং বীজ সংরক্ষণের নানাবিধ পরামর্শ দেন।
উল্লেখ যে, এ বছর বরিশাল সদর উপজেলায় বারি গম ৩৩ প্রায় ১০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বারি গম ৩৩ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী জিংক সমৃদ্ধ জাত। দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা ছাড়া দেশের সর্বত্র আবাদের জন্য উপযোগী।