Thursday, October 9, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureকৃষি সচিবের সাথে কৃষি তথ্য সার্ভিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষি সচিবের সাথে কৃষি তথ্য সার্ভিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কৃষি সচিবের সাথে কৃষি তথ্য সার্ভিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, কৃষি তথ্য সার্ভিসকে কৃষি তথ্য প্রচারে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার সকল তথ্য সংগ্রহ ও সম্প্রচারের দায়িত্ব পালন করবে কৃষি তথ্য সার্ভিস। পাশাপাশি কৃষক পর্যায়ে যেকোনো তথ্যসেবা যেন সহজে পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে তাদের সব ধরনের তথ্য সহায়তা দিতে হবে কৃষি তথ্য সার্ভিসকে।

সভায় সচিব আরও বলেন, কৃষি তথ্য সার্ভিস কর্তৃক নির্মিত ডকুমেন্টারিগুলো সারাদেশের কৃষক এবং দেশের ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেখানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিজস্ব অনলাইন টিভি চ্যানেলের মাধ্যমে তথ্য প্রচার করতে হবে। বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশনের সাথে যুগপৎ কাজ করার আহ্বান জানান তিনি।

কৃষি কল সেন্টারে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্যে সচিব বলেন, প্রতিটি কৃষকের কলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগের তথ্য সংগ্রহ করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজন হলে নতুন প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করতে হবে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রেক্ষিত পরিকল্পনা ২০৫০ বাস্তবায়নের মাধ্যমে কৃষি তথ্য সার্ভিসকে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য প্রচারের শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু। এছাড়া কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য কর্মকর্তা বি. এম. রাশেদুল আলম, উপপরিচালক (গণযোগাযোগ) ফেরদৌসী ইয়াসমিনসহ সদর দপ্তর ও আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments