নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গম ও ভুট্টার বিধ্বংসী বালাইনাশক ব্যবস্থাপনা শীর্ষক কর্মশাল অনুষ্ঠিত হয়। নশিপুর, দিনাজপুরে ইনস্টিটিউটের প্রধান অফিসে মঙ্গলবার (১৪ অক্টোবর, ২০২৫) এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর বিশ্বাস (অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল), বিশেষ অতিথি: ড. মো. আলতাফ হাসেন (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর)
এতে সভাপতিত্ব করেন ড. আকবর হোসেন (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ, আঞ্চলিক কেন্দ্র, বিডাব্লিউএমআরআই, যশোর)।
বক্তারা এ সময় গম ও ভুট্টার বিধ্বংসী বালাই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।