বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ব্র্যাক ব্যাংকের আয়োজনে ও বাকৃবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়েছে।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধনী করেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল। এ সময় ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার ও দেশের উন্নয়নে ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং এসএমই প্রধান সৈয়দ আব্দুল মোমেন ও ব্র্যাক ব্যাংকের নতুন মানব সম্পদ প্রধান আখতারউদ্দিন মাহমুদ।
এ সময় আরও উপস্থিতে ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, সহকারী প্রক্টর ড. মো. আরিফ সাকিলসহ প্রায় ২শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জব হান্টিং করা প্রতিটি দেশেই রয়েছে। আমি শুভকামনা জানাই যারা কৃষির সাথে সাথে অন্য সেক্টরে কাজ করার মাধমে দেশ ও জাতিকে সেবা দিবে।