Thursday, December 5, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরিশালে কচু ফসল বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে কচু ফসল বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কচু ফসলের উন্নত জাত ও উৎপাদন কৌশল বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শহরতলী রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান এবং কচু ফসলের জিনপুল সমৃদ্ধ, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নত জাত বিস্তারের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ কর্মসুচির পরিচালক ড. মো. ছামছুল আলম।
আরএআরএসের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আক্তার-উ-জ্জামান, ড. মো. মহসিন হাওলাদার, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। দিনব্যাপি এই প্রশিক্ষণে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবর্তীত আবহাওয়ায় জমিতে জলমগ্নতা, খরা, বন্যা এবং লবণাক্ততার পরিমাণ দিন দিন বেড়েই চলছে। তবে এসব মোকাবেলা করে ফসলের উৎপাদন অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, জলাবদ্ধ এলাকায় যেখানে অন্য ফসল আবাদে অসুবিধা রয়েছে, সেখানে অনায়াসেই পানিকচু চাষ বেশ উপযোগি। যেহেতু কচু আয়রণ ও ক্যালসিয়ামসমৃদ্ধ ফসল, তাই এর চাষাবাদ সম্প্রসারণের মাধ্যমে মানুষের পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট সহায়ক হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments