Tuesday, September 10, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: বাকৃবিতে শিক্ষক - শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিল 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: বাকৃবিতে শিক্ষক – শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিল 

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি: সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

 রোববার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে মানববন্ধনের আয়োজন করে বাকৃবির শিক্ষার্থীরা। এসময় বাকৃবির শিক্ষক সমাজ ব্যানারে শিক্ষকরা এসে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে এবং মানববন্ধনের আয়োজন করে। এরপর একটি মিছিল নিয়ে তারা শহীদ মিনারে প্রবেশ করে এবং সেখানে সমাবেশ করে। 

এসময় বাকৃবির শিক্ষার্থী পুষ্পিতা ভট্টাচার্য বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই শ্রদ্বেয় শিক্ষকদের যারা আন্দোলনে সংহতি জানিয়েছেন। বাংলাদেশের সকল আপামর জনতা গণঅভ্যুত্থানে নেমে এসেছে। খুনি হাসিনার পদত্যাগের দাবিতে আমরা শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছি। যারা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছি তাদের আমরা চায় না। তাদের উৎখাতের জন্য আমরা এক দফা দাবিতে রাজপথে নেমেছি। আমরা কিচ্ছুক্ষণের মধ্যে ময়মনসিংহ শহরে অসহযোগ আন্দোলনে যোগ দিবো। 

 এসময় বাকৃবির শিক্ষকরা বলেন , আজ দল মত নির্বিশেষে সকলে রাজপথে নেমে এসেছে, কেনো এসেছে। এতদিনের বৈষম্য, দুর্নীতি, লুটপাট এবং সর্বশেষ ১৫ জুলাই থেকে যে হত্যাকাণ্ড, গ্রেফতার তারা শিক্ষার্থীদের উপর চালিয়েছে এসবের বিরুদ্ধেই আপামর জনতা রাজপথে নেমে এসেছে। শিক্ষার্থীদের দাবি যতদিন না পূরণ হবে ততদিন আমরা শিক্ষার্থীদের পাশে অবস্থান নিবো। সমাবেশ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে শহরের অসহযোগ আন্দোলনে যোগ দেন বলেও জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments