Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে  ২৪ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত 

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে  ২৪ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত 

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে ।

আজ রবিবার (২৭ অক্টোবর) চারটি অনুষদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং অডিটোরিয়ামে কৃষি অনুষদের শিক্ষার্থীদের বরণের মাধ্যমে  নবীন বরণ অনুষ্ঠানটি শুরু  হয়েছে। এরপর সকাল ১১ টায় অডিটোরিয়াম-২ এ ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ,দুপুর ২ টায় অডিটোরিয়াম-২ এ ফিশারিজ অনুষদ এবং বিকাল ৩ টায় অডিটোরিয়াম-১ এ সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত পৃথক পৃথক  নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  নবনিযুক্ত উপচার্য প্রফেসর  ড. মো. এনামুউল্যা। উক্ত পৃথক পৃথক নবীন বরণ অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন স্ব-স্ব অনুষদের ডিনবৃন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. এমদাদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। 

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.মো. এনামউল্যা বলেন, “প্রথমেই তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা এমন একটা প্রজন্ম যারা মেধার জন্য লড়াই করেছো।যেহেতু মেধার জন্য লড়াই করে তোমরা দেশকে নতুনভাবে স্বাধীন করেছো সুতরাং তোমাদেরকে মেধাভিত্তিক কাজের সাথে যুক্ত হতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে,ভবিষ্যতে ভালো মানের গবেষণা করতে হবে।আমাদের দেশকে কৃষি খাতে স্বয়ং সম্পূর্ণ করতে হবে।দেশের মাছ,মাংসের ঘাটতি মোকাবেলায় কাজ করতে হবে। দেশের মানুষের মাঝে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।এ বিষয়ে তোমাদের এগিয়ে আসতে হবে।বিশ্ববিদ্যালয়ে তোমরা নতুন, বন্ধুরা মিলে একতাবদ্ধ হয়ে চলার চেষ্টা করবে। তাহলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার হাত থেকে রক্ষা পাবে।তোমরা সকলের সাথে মুক্ত মনে মিশবে।একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। নিজেকে ইতিবাচক মানুষদের মতো তৈরি করার চেষ্টা করবে। বিশ্ববিদ্যালয়ে যেকোনো সমস্যায় পড়লে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ এবং প্রক্টরিয়াল বডিকে অবগত করবে।বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা শক্ত হস্তে দমন করবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments