Tuesday, November 12, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর উপাচার্যের সাথে সাংবাদিকদের...

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময়

Print Friendly, PDF & Email

বশেমুরবিপ্রবিপি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বশেমুরবিপ্রবিপির কনফারেন্স রুমে মতবিনিময় সভায় উপাচার্য মহোদয় শুরুতেই সাংবাদিকবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। তাদের সঙ্গে পরিচয়পর্ব শেষে উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষার্থীদের সর্বাত্মক সাহায্য-সহযোগিতা, নিরাপত্তা নিশ্চিতে আমার ইচ্ছা, চেষ্টা ও আন্তরিকতার কোনো কমতি থাকবে না। আমার লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা ও পরামর্শ দরকার। আপনারা আমাদের সহযোগিতা করলে পিরোজপুরবাসীকে ভালো কিছু উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন যে, আমাদের বিশ্ববিদ্যালয়টি একদম নতুন। এখানে এখনও অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এখানে ভর্তিকৃত শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের আবাসিক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় জেলার সাংবাদিকবৃন্দ একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ উপস্থাপন করেন। উপাচার্য মহোদয় গভীর মনযোগ দিয়ে তাদের মতামত শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

সাংবাদিকদের পরামর্শের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার। এরপর যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে জমি অধিগ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর ড. মো. মুছা খান, রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রফিকুল আলম, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক কে. এম. আসলাম উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, ডেইলি অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসান, বিটিভি ও যুগান্তরের পিরোজপুর প্রতিনিধি এস এম পারভেজ, দৈনিক পিরোজপুরের কথার নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরুসহ স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments