হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় গবেষণাগার পরিদর্শন করেছেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।
এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, কৃষক সেবা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদসহ কেন্দ্রীয় গবেষণাগারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শনের সময় হাবিপ্রবি উপাচার্য প্রতিটি যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেন এবং এর রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।