ববি প্রতিনিধি: সফল নারী হিসেবে শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে মুন্সিগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার।
গত সোমবার (৯ ডিসেম্বর) মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস – ২০২৪ উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে এ সম্মানায় ভূষিত হন।
এ সময় মারুফা আক্তারের হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। একইদিন মুন্সিগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা গ্রহণ করেন তিনি। বর্তমানে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিএনসিসি মহিলা প্লাটুনের ভারপ্রাপ্ত পিইউও হিসেবে নিয়োজিত আছেন ।
জানতে চাইলে মারুফা আক্তার বলেন, নিঃসন্দেহে দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের যার অন্যতম কারণ হলো বিজয়ের মাস এবং রোকেয়া দিবস। আজকের এই অবস্থানে আসার পেছনের পথটা সহজ ছিল না। পেরোতে হয়েছে অনেক কঠিন পথ। আমাদের গ্রামে বিশ্ববিদ্যালয় নামটি ছিলো নতুন কিছু । সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে পড়া তারপর শিক্ষকতার চাকুরী নেওয়া। এর পিছনে অনেক বড় সংগ্রামের গল্প রয়েছে । তবে নিঃসন্দেহে আজকের এই স্বীকৃতি ভবিষ্যতে আরো ভালো, আরো সৃষ্টিশীল কাজ করতে আমাকে অনুপ্রাণিত করবে।