পবিপ্রবি প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) সাংবাদিক সমিতি যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয় থেকে সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সাংবাদিক সমিতির কার্যালয়ে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।