পবিপ্রবি প্রতিনিধি: দেশের দক্ষিণাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স (আইএসএসি) সেল চালু করা হয়েছে।
২৯ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অঃদাঃ) প্রফেসর মোঃ আবদুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয় হয় – “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এবং বিদেশি ছাত্র ছাত্রীদের পবিপ্রবির বিভিন্ন অনুষদে অধ্যয়নে আকৃষ্ট করাসহ নীতিমালা প্রনয়ন এবং (আইএসএসি) সেল গঠণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এ আদেশ জারি করা হলো”।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্স (আইএসএসি) সেল এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম সেল এর ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মাদ তুষারকে সাময়িক ব্যবস্থাপনায় আইএসএসি সেল এর পরিচালক পদে নিযুক্ত করা হলো।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববরেণ্য ফার্মাকোলজিস্ট, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ আমি বিদেশি শিক্ষার্থীদের জন্য ইন্টান্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেল চালু করেছি। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসে বিদেশিদের জন্য এই প্রথম একটিি সেল। আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে তৈরিতে এ সেলটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে আমি মনে করি।
এছাড়াও এটি আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে সহায়তা করতে পারবে। এই ধরনের একটি সেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে আন্তর্জাতিক শিক্ষামূলক সুযোগ সুবিধা, গবেষণা সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক পরিসরে সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, এই সেলটির মূল লক্ষ্য হলো বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত, সহায়ক এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা, যাতে তারা তাদের পড়াশোনা এবং ক্যাম্পাস জীবন সহজে এবং সফলভাবে পরিচালনা করতে পারে এবং তাদের দেশের শিক্ষার্থীদের এ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আগ্রহ বাড়াতে পারে।