Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাবিপ্রবি উপাচার্যের চীন প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ

হাবিপ্রবি উপাচার্যের চীন প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা চাইনিজ একাডেমি অব সায়েন্সেস এর অধীনে ২০২৫ সালের জন্য মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ পুরস্কার লাভ করেছেন। রসায়ন বিষয়ে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন। 

এ ধরনের সম্মানজনক পুরস্কার হাবিপ্রবির গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, এই সম্মাননা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গবেষণার মান ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। 

উল্লেখ্য, প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ  বিশ্বব্যাপী গবেষক ও বিজ্ঞানীদের জন্য চাইনিজ একাডেমি অব সায়েন্সেস কর্তৃক প্রদত্ত একটি উচ্চ মর্যাদার পুরস্কার। চাইনিজ একাডেমি অব সায়েন্সেস— চীন সরকারের সর্বোচ্চ বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম প্রধান গবেষণা সংস্থা। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে।

প্রফেসর  এনামউল্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে (১৯৮২—১৯৮৯) সময়ে বিএসসি ও এমএসসি ডিগ্রী  অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অষ্ট্রিয়ার ভিয়েনা টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৭—১৯৯৯ সালে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণার জন্য তিনি বিশ্ববিখ্যাত আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন (আঐ) ফেলোশিপ লাভ করেন। ২০০২—২০০৩ সালে জাপানের টোকিও ডেনকি বিশ্ববিদ্যালয়ের ইনভায়ারমেন্টাল ম্যাটেরিয়ালস কেমিস্ট্রির বিভাগ ও আওয়ামা গেকুইন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ভিজিটিং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে  শিক্ষকতা করেছেন। তিনি ২০১৫—২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটি’র রসায়ন বিভাগে খন্ডকালীন  শিক্ষকতা করেছেন। রসায়নে উচ্চতর গবেষণার জন্য তাকে ২০১১ সালে “বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পুরস্কার” প্রদান করা হয়। তিনি জার্মানির আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন এর অধীনে  মর্যাদাপূর্ণ “রিসার্চ গ্রুপ লিঙ্কেজ প্রোগ্রাম” (২০২০—২০২২) পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণাকর্ম সম্পাদন করছেন, তৎমধ্যে ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ ও ফ্রাইবুর্গ, জার্মানী; ইউনিভার্সিটি পিসা, ইটালি; ইউনিভার্সিটি অব ইয়র্ক ও ইউনিভার্সিটি অব মেনিটোবা, কানাডা; ইউনিভার্সিটি অব জুরিখ, সুইজারল্যান্ডসহ চেক—রিপাবলিক, ইরান, পর্তুগাল, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। ইতোমধ্যে তাঁর গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে ৮৫ টি পেপার পৃথিবীর বিখ্যাত পিয়ার রিভিউ জার্ণালে প্রকাশিত হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments