Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusমাভাবিপ্রবিতে বাঁধন নতুন কমিটির নেতৃত্বে সুজায়েত - তন্বী

মাভাবিপ্রবিতে বাঁধন নতুন কমিটির নেতৃত্বে সুজায়েত – তন্বী

Print Friendly, PDF & Email

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি ) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুজায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন সুলতানা তন্বী। গত ১০ জানুয়ারি ২০২৫, রোজঃ শুক্রবার বিদায়ী কমিটির সভাপতি মেহেদী হাসান সাকিব এবং শিক্ষক উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টামন্ডলীর উপস্থিতিতে এই কমিটির ঘোষণা করা হয়। 
 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন জোনাল প্রতিনিধি মেহেদী হাসান সাকিব, সহ-সভাপতি সাদিয়া সুলতানা তমা ও আসাদুজ্জামান জোসেফ, সহ-সাধারন সম্পাদক রাহুল কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক মাছুমা কানিজ ইতু, সহ-সাৎগঠনিক সম্পাদক রমন গোয়ালা, কোষাধ্যক্ষ মোঃ অন্তর, দপ্তর সম্পাদক অনিক পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক চঞ্চল সাহা, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিথী সাহা, নির্বাহী সদস্য সানিউর রহমান, অজয় ভৌমিক, মাসুদ রানা মাসুদ, আফসানা আক্তার শ্রান্তি, মো: সাব্বির হোসেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ সুজায়েত হোসেন বলেন, “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে সামনে রেখে বাঁধনের পথ চলা।
আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই বাঁধন মাভাবিপ্রবি ইউনিটকে আমার উপর আস্থা রাখার জন্য। বাঁধনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সারাদেশে বাঁধন একযোগে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই বাঁধনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে।

সাধারণ সম্পাদক শারমিন সুলতানা তন্বী বলেন, বাঁধনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কাজ করা। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো প্রতিটা মানুষ কাছে বিশুদ্ধ রক্তের ব্যাগ পৌঁছে দেওয়া এবং সকলকে রক্তদানে সচেতনতা করা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments