শাহরিয়ার স্বর্ণব, হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ডিভিএম ১৮ ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্ন রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর ( বুধবার ) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম-১ এ স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এর তত্ত্বাবধায়নে এই ইন্টার্ন প্রোগ্রামটির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্স অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার মিঃ জয়ন্ত দত্ত গুপ্ত এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক প্রফেসর ড. খালেদ হোসাইন।
প্রতিবার ইন্টার্নশিপে যাওয়ার আগে ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্স ফ্যাকাল্টি থেকে ইন্টার্ন ভেটেরিনারি ডক্টর-দের নিয়ে ইন্টার্ন প্রোগ্রাম করা হয়, যেখানে স্পনসর করে থাকে বিভিন্ন কোম্পানি। মুলত ইন্টার্ন ডাক্তারদের বিভিন্ন কোম্পানির ঔষধ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানলাভই মুল উদ্দেশ্য।
ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম বলেন “হাবিপ্রবি’র ভেটেরিনারি অনুষদ প্রতি নিয়ত দক্ষ গ্রাজুয়েট তৈরির মাধ্যমে উত্তরবঙ্গ তথা দেশের প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয় হওয়ায় বিভিন্ন কারণে এখানে স্পনসর’রা শিক্ষার্থীদের গবেষণায় তেমন একটা বিনিয়োগে আগ্রহী হয় না৷ কিন্তু আমাদের ফ্যাকাল্টি প্রতিনিয়ত বিশ্বের সাথে তাল মিলিয়ে ভেটেরিনারি সেক্টরকে উন্নত করতে সর্বদা কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল কে আহ্বান জানাবো আমাদের শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে দেশ ও জাতির কল্যাণে দুর্ব্বার গতিতে এগিয়ে যেতে সাহায্য করতে।”
ইন্টার্ন প্রোগ্রামের শিক্ষার্থী আদনান হোসেন পিয়াল জানান,“স্কয়ার ফার্মাসিউটিক্যালস এগ্রোভেট ডিভিশনের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম আমাদের একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে মেলাতে সাহায্য করছে। মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা, পশুস্বাস্থ্য ব্যবস্থাপনা এবং কর্পোরেট সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”