হাবিপ্রবি সংবাদদাতাঃ ব্রেন টিউমারে আক্রান্ত বাবাকে বাঁচাতে চান দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ আহমেদ ।
সঠিক চিকিৎসার অভাবে ক্যান্সার আক্রান্ত হয়ে যেন বাবার জীবন প্রদীপ নিভে না যায় সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন আরাফ। আরাফের বাবা মোকলেছুর রহমান মুকুল রংপুর শহরের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন চিকিৎসার ব্যয় বহন করে পরিবারটির নাজুক অবস্থায় বর্তমানে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের। আরাফ আহমেদ বলেন, চিকিৎসক বলেছেন দ্রুত অপারেশন না করালে এটা ক্যান্সারে পরিণত হবে এবং উন্নত চিকিৎসার জন্য দেশর বাইরে নিতে হবে। কখনো অর্থের জন্য অন্যের দারস্থ হতে হয়নি,মানুষের বিপদে আপদে যেকোনো সময় পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আজকে আমার বাবার চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে। তাই সকলের প্রতি আকুল আবেদন থাকবে আমার বাবাকে বাঁচাতে আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।
আপনাদের সহযোগিতায় বাঁচতে পারে একজন বাবার জীবন। তাকে সহযোগিতা পাঠানো যাবে-
Bkash-01571203850 , Nagad-01571203850, Rocket-015712038508 , Dutch Bangla Bank A/C- 1621050064815