Friday, April 18, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবরিশাল-পটুয়াখালী মহাসড়ক  যেন এখন ক্রিকেট পিচ

বরিশাল-পটুয়াখালী মহাসড়ক  যেন এখন ক্রিকেট পিচ

Print Friendly, PDF & Email

ববি প্রতিনিধিঃ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন বরিশাল  বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। প্রায় সাড়ে চার ঘণ্টা পর সড়ক থেকে শিক্ষার্থীরা সরার পর এই মহাসড়কে যান চলাচল শুরু হয়।এসময় রাস্তা অবরোধ করে ক্রিকেটে খেলতে দেখা যায় তাদের।।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১২টা থেকে শুরু হওয়া আন্দোলন প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ৫টার দিকে শেষ হয়। তবে দাবি না মানলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরতরা। এসময় বিভিন্ন স্লোগান দেন- ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’।

উল্লেখ, বৃহস্পতিবার বেলা ১টার পর বরিশাল-পটুয়াখালী  মহাসড়কে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় দুই পাশে কয়েক কিলোমিটার লম্বা যানজট সৃষ্টি হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা পর শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে সড়ক ছাড়ে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments