Thursday, October 9, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeFisheriesভোলায় মৎস্যসম্পদ খাতে দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ভোলায় মৎস্যসম্পদ খাতে দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

Print Friendly, PDF & Email

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:

মৎস্যসম্পদ খাতে খামারি ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর শিশু সুরক্ষা কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিইপিইইউ প্রকল্পের আওতায় জিজেইউএস এই প্রশিক্ষণের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল। এ সময় জিজেইউএস-এর প্রোগ্রাম অফিসার শাকিল আহম্মদ, টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে এফডিএ এবং জিজেইউএস-এর প্রকল্পভুক্ত এলাকার ২৫ জন খামারি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তাদের বাস্তবমুখী অভিজ্ঞতা, আধুনিক পদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।

মৎস্যসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার বাড়াতে এবং খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments