নিজস্ব সংবাদদাতাঃ প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারিদের ব্যাপক উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশের আনাচে-কানাচে পতিত ভূমি, রাস্তার দু’পাশে, পুকুর ও নদীর পাড় সহ সর্বত্র উন্নত জাতের ঘাস চাষ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ০২ (দুই) দিন ব্যাপী খামারী প্রশিক্ষণের (১ম ব্যাচ) আয়োজন করা হয় । উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মদন কুমার রায়,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ডাঃ বায়েজিদ খন্দকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডিমলা, নীলফামারী।এছাড়াও উপস্থিত ছিলেন সুবল চন্দ্র রায়, সি.ই.এ, ডিমলা, নীলফামারী।
উন্নত জাতের বিভিন্ন ধরনের ঘাস যেমন নেপিয়ার পাকচং, পারা, জার্মান, অজানা ঘাস সহ লিগুমিনাস অর্থাৎ ডাল জাতীয় ঘাস চাষ করে গবাদিপশু লালন-পালন করতে পারলে খুব কম পরিমানে দানাদার খাদ্য সরবরাহ করে বা শুধু সবুজ ঘাসের মাধ্যমেই লাভজনকভাবে খামার পরিচালনা করা সম্ভব। দিন দিন আমাদের দেশের খামারীগণ যেভাবে সচেতন হচ্ছে তাতে আশা করা যায় অচিরেই তাঁরা ঘাস চাষের মাধ্যমে তাঁদের খামারের উৎপাদন ব্যয় অনেকাংশে কমিয়ে আনতে পারবে।