Sunday, November 16, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeNationalকৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা বৃহস্প্রতিবার (২৮ আগস্ট) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা , অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ীর উপপরিচালক, কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম; শরিয়তপুরের উপপরিচালক, কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন; মাদারিপুরের  উপপরিচালক, সন্তোস চন্দ্র চন্দ; ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান;  হর্টিকালচার সেন্টার মাদিরপুরের উপপরিচালক, আশুতোষ বিশ্বাস। হর্টিকালচার সেন্টার ফরিদপুর উপপরিচালক, বিন-ইয়ামিন; হর্টিকালচার সেন্টার রাজবাড়ির  উপপরিচালক, এস এম সালাউদ্দিন; সিমিট হার্ব প্রধান মো. জাকারিয়া হাসান; হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক, মুহাম্মদ বিন ইয়ামিন। সভায় রোপা আমন শতভাগ রোপন এর রিপোর্ট প্রদান। সময়মতো ধানে পাচিং করা। কৃষক পর্যায়ে তুষা পাট -৯ এর বীজ উৎপাদনের জন্য বীজ সহায়তা এবং তাদের বিভিন্ন পরামর্শ প্রদান। সকল গবেষণা প্রতিষ্ঠানের সকল জাতের বীজ সহায়তা, প্রণোদনা এবং প্রর্দশনী সম্প্রসারণের জন্য জেলার উপপরিচালক, উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগের মাধ্যমে চাষী পর্যায়ে পৌছে দিতে হবে।
সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments