Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureঝালকাঠিতে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

ঝালকাঠিতে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

ঝালকাঠি প্রতিনিধি: কৃষি উন্নয়ন প্রকল্প আওতায় ঝালকাঠি সদর উপজেলায় হাইব্রিড চালকুমড়ার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) ঝালকাঠি সদর উপজেলায় বরিশাল,পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপপরিচালক মো: মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাওহীদ ইসলাম, সিনিয়র মনিটরিং অফিসার। আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ খাদিজা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাসেল-মনির সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ডিপ্লোমা কৃষি ইন্টার্ন শিক্ষার্থী এবং কীর্তিপাশা ইউনিয়নের কৃষক কৃষাণী।

মাঠ দিবসে হাইব্রিড কুমড়া চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর মধ্যে বীজ রোপণের সঠিক পদ্ধতি, সার ব্যবহারের নিয়ম, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ফল সংগ্রহের সময়কাল নিয়ে বিশদ নির্দেশনা প্রদান করা হয়। মাঠ দিবসে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি মাঠে সরাসরি চাষাবাদ প্রদর্শনীর মাধ্যমে হাইব্রিড কুমড়া চাষের কার্যক্রমটি সহজবোধ্য করে তোলা হয়।

কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি সহায়তায় উচ্চ গুণগতমানের বীজ, সার এবং কীটনাশক সরবরাহ করা হয়। মাঠ পর্যায়ে উপজেলা কৃষি অফিসার, ঝালকাঠি সদরসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন। কৃষকদের চাহিদা মেটাতে প্রশিক্ষণ কর্মশালা ও মাঠ দিবসগুলোতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতি সম্পর্কে ধারনা দেওয়া হয়।

হাইব্রিড কুমড়া চাষ প্রকল্পের মাধ্যমে বরিশাল অঞ্চল বিশেষ করে ঝালকাঠি সদরের  কৃষকরা উচ্চফলনশীল কুমড়ার চাষে লাভবান হতে পারবেন। এর ফলে তাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন সম্ভব হবে বলে আশা করেন মাঠ দিবসে উপস্থিত অতিথিগণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments