হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দ্বিতীয় দিনের মতো চারটি অনুষদের ২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ২ নং অডিটোরিয়ামে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের বরণের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানটি শুরু হয়। এরপর সকাল ১১ টায় অডিটোরিয়াম-১ এ ইঞ্জিনিয়ারিং অনুষদ, দুপুর ২ টায় অডিটোরিয়াম-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং বিকাল ৩ টায় অডিটোরিয়াম-১ এ বিজ্ঞান অনুষদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পৃথক পৃথক নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপচার্য প্রফেসর ড. মো. এনামুউল্যা এবং সভাপতিত্ব করেন স্ব-স্ব অনুষদের ডিনবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. এমদাদুল হাসান এবং প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদগণের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং যারা আহত হয়েছেন তাদের আশু রোগমুক্তি কামনা করেন। এ সময় নবীন শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। এই আন্দোলনের মূল বিষয়বস্তুই ছিল মেধা, তাই পড়ালেখার কোন বিকল্প নেই। আমাদের সময়ে আমরা এতো সুযোগ সুবিধা পাইনি , কিন্তু বর্তমানে তোমাদের সামনে অবারিত সুযোগ সুবিধা বিদ্যমান। আমি মনে করি তোমরা আমাদের চেয়ে বেশি মেধাবী বলেই এবারের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন তোমাদের দ্বারা সফল হয়েছে। তোমরা শহীদ আবু সাঈদ ও মুগ্ধের সহযোদ্ধা, তাদের সহযোগী হিসেবে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা শিক্ষাঙ্গণে আবরারের মত হত্যাকান্ড দেখতে চাইনা। তোমরা সর্বদা নিয়ম—শৃংখলার মাধ্যমে ক্যাম্পাসের পবিত্রতা বজায় রাখবে। তোমরা একেকজন ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে এসেছো, স্বাভাবিকভাবেই তোমার পাশে যে বসবে বা তোমার পাশের বেডে যে থাকবে তার সাথে কিছু বিষয়ে পার্থক্য থাকবেই। এগুলোর সাথে নিজেকে এডজাস্ট করে নিবে। কোন বিষয় নিয়েই দ্বন্ধ সংঘাতে জড়ান যাবেনা, যে বিষয়গুলো আমরা বিগত বছর গুলোতে দেখে এসেছি। সেশন জটের সাথে মারামারি, বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ, অস্ত্রবাজি, চাঁদাবাজি এই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। আমি আশা করবো তোমরা এসব থেকে দূরে থাকবে। পরিশেষে, তিনি সুন্দরভাবে ওরিয়েন্টেসন কার্যক্রম আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।