Wednesday, December 4, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরিশালে ব্রি হাইব্রিড ধান-৪ এর শস্যকর্তন অনুষ্ঠিত

বরিশালে ব্রি হাইব্রিড ধান-৪ এর শস্যকর্তন অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ব্রি হাইব্রিড  ধান-৪ এর শস্যকর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০৯ নভেম্বর) জেলার বাবুগঞ্জে এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুহম্মদ আশিক ইকবাল খান। সভাপতিত্ব করেন ব্রি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর প্রিয় লাল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর উজ্জ্বল কুমার নাথ,  হাইব্রিড ধান বিশেষজ্ঞ  ইয়ান সু জি,  ওয়াং ফা জুন, লিও ইউ পিং এবং ব্রি গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  আফছানা আনছারী। 

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা তমালিকা সাহা, কিষানী আয়েশা বেগম প্রমুখ। অনুষ্ঠানে অর্ধ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

শস্যকর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,  দিন দিন মানুষ বাড়ছে। কমছে জমির পরিমাণ। তাই  অতিরিক্ত মানুষের  খাদ্যের চাহিদা মেটাতে ফসলের উৎপাদন বাড়ানো দরকার। এজন্য প্রয়োজন চাষাবাদে  হাইব্রিড জাত ব্যবহার। এর মাধ্যমে শস্যের সর্বোচ্চ  ফলন পাওয়া সম্ভব।

প্রদর্শনী চাষি আলতাফ হোসেন জানান, তিনি এবার এক বিঘা জমিতে ব্রি হাইব্রিড ধান৪ চাষ করেছেন। ফলন পেয়েছেন ২২ মন। এর গাছ সহজে বাতাসে হেলে পড়ে না। রোগ-পোকা  তুলনামূলক কম হয়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments