ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েশনের নতুন ভিপি (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিভাগের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবেন।
নির্বাচিত ভিপি মেহেদী বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরি করা, যেখানে তারা তাদের প্রতিভা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে। বিভাগের সকল সমস্যার সমাধানে কাজ করব।
নির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল বলেন, আমরা সবাই এক সাথে কাজ করে ডিপার্টমেন্টকে উন্নতির দিকে নিয়ে যা। সকল সমস্যার সমাধানে এক সাথে কাজ করব।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হামিম নিসান শিকদার বলেন, ভোটাররা কোন প্রকার প্রভাব ছাড়া ভোট দেবার সুযোগ পেয়েছেন বলে আমার মনে হয়েছে। দীর্ঘদিন যাবত আমাদের এমসিজে অ্যাসোসিয়েশন এর কোন কার্যক্রম ছিলনা কারণ আমাদের কোন পরিচালক কমিটি ছিলনা। আমার বিশ্বাস এই নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের হাত ধরে আমাদের অ্যাসোসিয়েসন আবার প্রাণবন্ত হবে। আমাদের বিভাগের ব্যপক সল্পতা রয়েছে। আশা করি যারা নির্বাচিত হবেন তারা আমাদের বিভাগের উন্নয়নে সর্বোচ্চ নিবেদন করবেন। নির্বাচনে পক্ষ বিপক্ষ উভয়ই আমাদের বন্ধু বড়ভাই বা কারো ছোট ভাই, আশা করি নির্বাচনের ফলাফল যাই হোক না কেনো আমাদের সম্পর্কে কোন স্থবিরতা আসবে না। আমরা সবাই এক হয়ে ডিপার্টমেন্ট উন্নয়নে তাদের সহযোগিতা করবো।