বাকৃবি প্রতিনিধি: সাম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উপসানালয়ে হামলা, রাষ্ট্রীয় ও সাধারণ মানুষের সম্পদ লুট পাটের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্র ইউনিয়ন মানববন্ধন করেছে। শুক্রবার ( ৯আগস্ট) বিকেল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে আয়োজিত মানববন্ধনে অন্তর্বর্তী সরকারের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবি জানান।
এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ লুট, মৌলবাদের আস্তানা বাংলায় না দেয়া, আদিবাসীদের নিরাপত্তার দাবিও জানান তারা। বাকৃবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, প্রান্তিক অঞ্চলের হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ নানা ধর্মাবলম্বীদের ঘর-বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে। এসব অরাজকতা বন্ধ করতে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের মাঝে সচেতনা সৃষ্টি করতেই আজকের এই মানবন্ধন।