Tuesday, September 10, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusববির আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক মুহসিন

ববির আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক মুহসিন

Print Friendly, PDF & Email

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: উপাচার্যের অনুপস্থিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জরুরি প্রশাসনিক ও অর্থিক দায়িত্ব পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। রোববার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মনিরুল ইসলাম বলেন, গত ২৯ তারিখ শিক্ষামন্ত্রালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা আজ মিটিং করেন। উক্ত মিটিংয়ে, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

অধ্যাপক ড. মো.  মুহসিন উদ্দীন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপকই তিনি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, ড. মো. শফিউল আলম বলেন, শিক্ষামন্ত্রালয়ের উপসচিব জারীকৃত এক প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বের ব্যাপারে আজকে আমরা ডিন ও বিভাগীয় প্রধানরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়ের জৈষ্ঠ্য ও একমাত্র অধ্যাপক ড. মুহসিন উদ্দীনকে দায়িত্ব দেওয়ার জন্য। 

উল্লেখ্য, শিক্ষামন্ত্রালয় থেকে জরিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্র মতে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে আলোচনাক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাগে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পরামর্শ প্রদান করা হলো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments