ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার ২ সেপ্টেম্বর “৩৬ দিন বৈষম্য বিরোধী জুলাই বিপ্লব” এবং স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে ৩৭টি বৃক্ষরোপণের মাধ্যমে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আয়োজন করা হয় এ কার্যক্রম।
বৃক্ষরোপণের মাধ্যমে তারা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন এবং বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন। সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী দিপু আহম্মেদ বলেন, এই উদ্যোগটি একটি অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী পদক্ষেপ। শহীদদের স্মরণে বৃক্ষরোপণের মাধ্যমে শুধুমাত্র তাদের প্রতি শ্রদ্ধা জানানোই হচ্ছে না, বরং প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতাও তুলে ধরা হচ্ছে।
ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের বাধন শর্মা বলেন, ক্যাম্পাসে আমরা না থাকলেও এই বৃক্ষগুলো থাকবে যা শহীদের স্মৃতি বহন করবে।
এই উদ্যোগের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় আরো একবার প্রমাণ করেছে যে তারা শুধু শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও ঐতিহাসিক দায়বদ্ধতাও পালন করে থাকে।