Thursday, December 5, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ

হাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন মাঠে বিকেল চারটায় উক্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উক্ত ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন সমন্বয়ক আবু সাঈদ লিওন,সমন্বয়ক তারিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা উক্ত ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যদানকালে সারজিস আলম বলেন, নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদ চালু করতে হবে। প্রতি বছর ছাত্র সংসদের নির্বাচন করলেই কেবল সুষ্ঠু নেতৃত্ব তৈরি সম্ভব। কেউ যদি দলীয় মনোনয়ন নিয়ে কোনো ক্ষমতায় যায় কিংবা চেয়ারে বসে সে শুধু তার ঊর্ধ্বতনদের সন্তুষ্ট করার চেষ্টা করে।লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নির্দিষ্ট পক্ষের স্বার্থকে বাস্তবায়নের চেষ্টা করে। এটি  বিশ্ববিদ্যালয়ের আসল উদ্দেশ্য নয়।বিশ্ববিদ্যালয় আমাদের যুগের পর যুগ এগিয়ে নিতে পারে।ভবিষ্যতে তিনি হাবিপ্রবিকে বাঙলাদেশের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ের মাঝে দেখার প্রত্যয়ও ব্যাক্ত করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই  মধ্যেবিত্ত পরিবারের। তারা রাষ্ট্র সংস্কারের জন্য ভর্তি পরীক্ষা দিয়ে পড়তে আসে না। তারা নিজের হাল ধরতে এবং পরিবারের হাল ধরতে আসে।তবে সময়ের প্রয়োজনের বিষয়টি ভিন্ন কথা। ৫ আগস্টের পরে একটা জেনারেশন কনফ্লিক্ট দেখা যাচ্ছে। সিনিয়র রাজনীতিবিদরা তরুণ প্রজন্মের ত্যাগকে অবজ্ঞা করছেন।

তিনি আরো বলেন, কোনোভাবে যদি ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা ক্ষমতায় আসে তাহলে প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেকে টার্গেট করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments