Wednesday, December 4, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরিশালে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

আজ (০৬ নভেম্বর) শহরতলীর গড়িয়ারপাড়ে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডি এবং ফিড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিঙ্ক এগ্রিকালচারাল পলিসি এক্টিভিটি আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোজদার হোসেন। সভাপতিত্ব করেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের প্রফেসর ড. পুর্ণান্দ্র বিশ্বাস এবং ফিড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিঙ্ক এগ্রিকালচারাল পলিসি এক্টিভিটি অ্যাডভাইজার ড. পিয়ার মোহাম্মদ।
এগ্রিকালচারাল পলিসি এক্টিভিটির সিনিয়র ম্যানেজার খালেদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল মামুন শেখ, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. সফিকুল ইসলাম, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাইদুর রহমান, ডিএই ভোলার কৃষি প্রকৌশলী জিএম আব্দুর রহমান, মেটাল এগ্রিটেক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক টিএম আসাদুর রহমান, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম, মধ্য রাকুদিয়া আইপিএম কৃষক ক্লাবের সভাপতি রিতা ব্রহ্ম প্রমুখ। কর্মশালায় কৃষিসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষকসহ ৮৬ জন উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, আর খোরপোষের কৃষি নয়। কৃষি এখন বাণিজ্যিকীকরণ। এ জন্য যন্ত্রপাতির ব্যবহার অত্যাবশ্যক। এর মাধ্যমে শ্রম আর সময় অনেক কম লাগে। ফলে ফসলের উৎপাদন খরচ হ্রাস পায়। তাই কৃষি যান্ত্রিকীরণ কৃষকের আশীর্বাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments