Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusইউজিসি প্রতিনিধি দলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর...

ইউজিসি প্রতিনিধি দলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর পরিদর্শন

Print Friendly, PDF & Email

বশেমুরবিপ্রবিপি প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল অদ্য ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) পরিদর্শন করেন।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগণ হলেন অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক জনাব মো. এমদাদুল হক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সিনিয়র সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।

ইউজিসির প্রতিনিধি দলের সদস্যগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর ছাত্র এবং ছাত্রীদের জন্য জন্য আবাসিক হল হিসেবে ব্যবহারের জন্য সম্ভাব্য ভবন ও ফ্ল্যাটসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

এ ছাড়া প্রতিনিধি দলের সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ক্লাসরুম পরিদর্শন পূর্বক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তারা প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জন্য প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সদস্যগণ বশেমুরবিপ্রবিপির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম-এর সাথে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক মানের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং এ কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, প্রক্টর ড. মো. মুছা খান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রফিকুল আলম, উপপরিচালক মো. আরাফাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments