Tuesday, November 18, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusসিকৃবিতে শুরু হয়েছে আন্তঃ হল ইনডোর গেমস্

সিকৃবিতে শুরু হয়েছে আন্তঃ হল ইনডোর গেমস্

Print Friendly, PDF & Email

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে আন্তঃ হল ইনডোর গেমস্ (দাবা, ক্যারম, ও টেবিল টেনিস) ক্রীড়া প্রতিযোগিতা । ৪ নভেম্বর (মঙ্গলবার) সপ্তাহব্যাপী ক্রীড়া  প্রতিযোগিতার উদ্বোধন করেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নেয়ামত উল্যাহ এর সঞ্চালনায় এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা, পারস্পরিক সহযোগিতা এবং শৃঙ্খলাবোধ তৈরি হয়। খেলার মাঠে শৃঙ্খলা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পরিস্থিতিতেই যেন খেলার পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে সকলের সচেতন থাকা প্রয়োজন। আমরা চাই খেলাগুলো উপভোগ্য হোক এবং শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ প্রদর্শন করে।

প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় শিক্ষার্থীদের সুস্থ, সাবলীল ও আনন্দময় রাখার লক্ষে নিয়মিত খেলাধুলা আয়োজনের ব্যাপারে সচেষ্ট। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া দক্ষতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক প্রতিযোগিতার মনোভাবও গড়ে উঠবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments