নিজস্ব প্রতিনিধিঃ ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে চাইনিজ কালচারাল নাইট অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর (শুক্রবার) ঢাকাস্থ চীনা দূতাবাসের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: সাহাবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু কাওছার স্বপন, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ গনমাধ্যমের গন্যমান্য ব্যক্তিবর্গ।