নিজস্ব প্রতিনিধি: উপজেলা কৃষি অফিস, লংগদু, রাঙ্গামাটির আয়োজনে রবিবার (২ নভেম্বর ২০২৫ তারিখ) “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প” এর আওতায় কৃষকদের মধ্যে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সঙ্গে বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান প্রদর্শনী স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব অরুণ চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ ওয়াসিফ রহমান এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব রতন চৌধুরী।
এসময় তামাক ও জুম চাষে কৃষকদের নিরুৎসাহিত করে বিকল্প ফলনশীল ফসল চাষে উদ্বুদ্ধ করা হয়।



