Friday, March 28, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureবরিশালে ব্রির অংশীজনের অংশগ্রহণের সভা অনুষ্ঠিত

বরিশালে ব্রির অংশীজনের অংশগ্রহণের সভা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ব্রির সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশগ্রহণের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ জুন) নগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) নিজস্ব হলরুমে এই সভার আয়েজন করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মদ আশিক ইকবাল খান এবং বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফিরোজ আহমেদ।

ব্রির উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয়লাল বিশ্বাসের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গণপ্রতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. মশিউর রহমান, ব্রির আইসিটি সেলের প্রোগ্রামার মো. মাহফুজ ওয়াহাব, কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান,ব্রির সহকারী পরিচালক শ্যামল চন্দ্র দাস, ব্রির সিস্টেম এনালিস্ট এস এম মোস্তাফিজুর রহমান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। সভায় কৃষি সংশিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্রির কর্মচারী, কৃষক এবং কৃষিশ্রমিক মিলে ১০০জন অংগ্রহণকারী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, সেবা গ্রহণ এবং তথ্য জানা কোনো করুণা নয়, জনগণের অধিকার। দাপ্তরিক নোট ছাড়া অন্য সব বিষয়ে তথ্য দিতে প্রতিষ্ঠান বাধ্য। তাই সেবা এবং তথ্য সম্পর্কে জনসচেনতা বাড়ানো দরকার। আর তা বাস্তবায়ন হলে দাপ্তরিক কাজে জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে। পাশাপাশি সেবা আদান-প্রদান পরিপূর্ণ হবে ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments