Tuesday, November 12, 2024
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeDiseasesভুট্টার বিভিন্ন রোগের লক্ষণ ও প্রতিকার

ভুট্টার বিভিন্ন রোগের লক্ষণ ও প্রতিকার

Print Friendly, PDF & Email

রোগের নামঃ

ভুট্টার কান্ড পচা রোগ Stem Rot Disease of Maize (Diplodia maydis & Fusarium moniliforme)

লক্ষণঃ

  • গাছের কান্ড পচে যায় এবং গাছ মাটিতে ভেঙ্গে পড়ে।
  • আমাদের দেশে খরিপ মৌসুমে এ রোগ বেশী হয়।
  • জমিতে নাইট্রোজেন সার বেশী ও পটাশ সার কম দিলে এ রোগ বেশী হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • বীজ বপনের পূর্বে বীজ শোধন করা যথা ৩ গ্রাম প্রোভেক্স বা ভিটাটেক্স বা ২ গ্রাম ব্যাভিষ্টিন/ কেজি বীজ।
  • সুষম সার ব্যবহার করা।
  • ভুট্রা কাটার পর পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলা।
  • আক্রমণ বেশি হলে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করা যথা প্রোপিকোনাজল (টিল্ট ২৫০ ইসি) ১ মিঃ লিঃ প্রতি লিটার পানিতে।

রোগের নামঃ

ভুট্টার মোচা ও দানা পচা রোগ Ear Rot Disease of Maize (Diplodia maydis & other fungi)

লক্ষণঃ

  • ভুট্টা গাছে মোচা আসার সময় থেকে ভুট্টা পরিপক্ক পর্যন্ত সময় বৃষ্টিপাত বেশী হলে মোচা ও দানা পচা রোগ বেশী হয়।
  • আক্রান্ত মোচার দানা বিবর্ণ, অপুষ্ট ও কোচঁকানো হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • ভুট্টা পেকে গেলে দেরি না করে কেটে ফেলা।
  • ফসল তোলার পর পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়ে ফেলা।
  • ক্ষেতে পোকা ও পাখির উপদ্রব থেকে ভুট্টাকে রক্ষা করা।
  • একই জমিতে বারবার ভুট্টা চাষ না করে পর্যায় ক্রমে চাষ করা।

রোগের নামঃ

ভুট্টার পাতা ঝলসানো রোগ  Brown Leaf Spot of Italian Millet (Bipolaris nodulosus)

লক্ষণঃ

  • গাছের নিচের পাতয় লম্বা ধূসর বর্ণের দাগ হয়।
  • এটি ক্রমেই উপরের দিকের পাতয় বিস্তার লাভ করে।
  • পরে ঐ দাগগুলো মিশে সব পাতা নষ্ট করে দেয়

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
  • আক্রান্ত গাছ, ঝরা পাতা সংগ্রহ করে পুড়ে ফেলা।
  • আক্রান্ত ক্ষেতে প্রপিকোনাজল (টিল্ট ২৫০ ইসি) ১ মিঃ লিঃ/ লিটার পানিতে  মিশিয়ে স্প্রে করা হয়

রোগের নামঃ

ভুট্টার বীজ পচা ও চারা ঝলসানো রোগ Seed Rot & Seedling Blight of Maize (Pythium spp.)

লক্ষণঃ

  • এটি বীজবাহিত ও মাটি বাহিত রোগ।
  • ভুট্টার বীজ বপনের পর রোগজীবাণু দ্বারা আক্রান্ত হয়।
  • আক্রমণ বেশী হলে অংকুর মরে যায় ও বীজ পচে যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • সুস্থ সবল ও রোগমুক্ত বীজ ব্যবহার করা।
  • মাটিতে রসের আধিক্য না হওয়া।
  • জমিতে পরিণত রস অবস্থায় বীজ বপন করা।
  • বীজ বপনের পূর্বে বীজ শোধন করা যথা ৩ গ্রাম প্রোভেক্স বা ভিটাটেক্স ২০০ বা ভিটাফ্লো বা ২ গ্রাম ব্যাভিষ্টিন/ কেজি বীজ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments